কলকাতার নন্দিত কণ্ঠশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা অঞ্জন দত্তের ওয়েব সিরিজে এবার দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। বিষয়টি নিশ্চিত করে চঞ্চল চৌধুরী বলেন, ওয়েব সিরিজে অভিনয় নিয়ে অঞ্জন দত্তের সঙ্গে এরই মধ্যে দু-তিনবার কথা হয়েছে। তার নির্মাণ নিয়ে আলাদা করে বলার কিছু নেই। কারণ, তিনি একজন পরীক্ষিত নির্মাতা। যে জন্য তার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে। যদিও এখনও হাতে স্ট্ক্রিপ্ট পাইনি। তবে তার নির্মাণ-ভাবনা শুনে মনে হয়েছে, ভালো কিছুই হবে। আগামী অক্টোবর থেকে ওয়েব সিরিজের কাজ শুরু করার পরিকল্পনা করেছেন তিনি। এখন পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে, তাহলে অক্টোবরেই হয়তো কাজটা করতে পারব। এখন সবকিছুই নির্ভর করছে সময়ের ওপর।
নাটক, টেলিছবি, চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করে এরই মধ্যে দর্শক প্রশংসা কুড়িয়েছেন চঞ্চল চৌধুরী। তার অভিনীত ‘তকদীর’ ও ‘কনট্র্যাক্ট’ দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। চঞ্চলকে সর্বশেষ দেখা গেছে ‘ঊণলৌকিক’ ও ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ নামে দুটি সিরিজে। এখন নাটক, চলচ্চিত্রের পাশাপাশি আরও কিছু ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি।
Posted ৬:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin