বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনলাইনে নবীনদের স্বাগত জানালো গণ বিশ্ববিদ্যালয় (গবি)। ফার্মেসি বিভাগের বি. ফার্মা ৪০তম ব্যাচের ওরিয়েন্টেশন হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) অনলাইন প্ল্যাটফর্মে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে বিভাগের প্রধান অধ্যাপক নিলয় কুমার দে’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভাগের সব শিক্ষকরা। অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন বিভাগের সহকারী প্রভাষক তানিয়া আহমেদ তন্বী।
পরিচয় পর্ব দিয়ে অনুষ্ঠান আরম্ভ করা হয়। প্রথম বিভাগের শিক্ষকরা, এরপর নবাগত শিক্ষার্থীরা নিজেদের পরিচয় দেয়। নবীন শিক্ষার্থীদের মাঝে ল্যাবরেটরির এবং একাডেমিক সিলেবাস সম্পর্কে একটি পাওয়ার প্রেজেন্টেশন করানো হয়৷ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং পরিচয় করা হয়। অনলাইন প্রযুক্তিতে এসব টায় সম্পন্ন করা হয়।
আয়োজনে নবীন ও প্রবীণ ছাত্র-ছাত্রীরা তাদের অতীতের নানা স্মৃতি তুলে ধরে। প্রবীণরা চমৎকারভাবে গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি পরিবারকে তুলে ধরেন। প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা বলেন, গণ বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেই এখানে এসেছি। আমরা দৃঢ়প্রতিজ্ঞ গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে যে সুনাম রয়েছে সেটি অক্ষুন্ন রাখতে পারবো।
বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বলেন, নবীনদের জন্য রইল শুভেচ্ছা ও শুভ কামনা। ক্যাম্পাসে নতুনরা এসেছে এটা সবার জন্যই আনন্দের। তারা এই বিভাগকে বেছে নিয়েছে। গণ বিশ্ববিদ্যালয়ে এসেছে। এটি তাদের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।
প্রবীণ শিক্ষার্থীরা আরো বলেন, আমরা প্রত্যোক মুহূর্তে ফার্মেসি বিভাগকে অনুভব করি। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ, আমাদের সুসজ্জিত ল্যাবরেটরি, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিষয় আমাদের মনে গেঁথে রয়েছে। আমরা যেভাবে ফার্মেসি বিভাগকে লালন-পালন করে এসেছি। তার দায়িত্ব এখন তোদেরকেই নিতে হবে।
ওরিয়েন্টেশনের সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান ড. নিলয় কুমার দে বলেন, গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে যারা বিদায় নিয়েছে তাদের প্রত্যেকের নিরলস প্রচেষ্টা ছিল। এই বিভাগকে কিভাবে উত্তর উত্তর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তোদের কাছেও আমার একই প্রত্যাশা থাকবে। তোমাদের মধ্যেও যেন এই অনুভূতি তৈরি হয়। শুধুমাত্র দেশে নয় বিদেশেও যেন আমরা আমাদের উন্নতি স্বাক্ষর রাখতে পারি এটাই আমাদের চেষ্টা হবে। আমাদের প্রতিযোগিতাটা শুধু দেশের মধ্যে নয় পুরো বিশ্বের মধ্যে। সেভাবেই নিজেদেরকে তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, ফার্মেসি মূলত একটি গবেষণা মূলক বিষয়। এই বিষয়ে শিক্ষা দানের মাধ্যমে সরাসরি আমরা মানুষের সঙ্গে কাজ করতে পারি, মানুষের জীবন নিয়ে কাজ করতে পারি। তাই একজন ফার্মাসিস্ট হিসেবে আমাদের দায়িত্ব অনেক। আমরা যেন সেই দায়িত্বটি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।
Posted ২:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin