মেজর সিনহা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নকে সৌজন্যহীন, আক্রমণাত্মক ও খারাপ ধরনের বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
রোববার (২৭ ডিসেম্বর) সকালে রাজশাহী নগর পুলিশের ‘অপারেশন কন্ট্রোল এন্ড মনিটরিং সেন্টার, কিশোর গ্যাং ডাটাবেজ ও হ্যালো আরএমপি’ আ্যপের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্ন শুনে এ মন্তব্য করেন তিনি।
অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকরা আইজিপির কাছে মেজর সিনহা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে তৎকালীন কক্সবাজারের ও বর্তমানে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ সম্পর্কে জানতে চান।
তখন আইজিপি বলেন, প্রশ্নটি সৌজন্যহীন, আক্রমণাত্মক ও ধরন খারাপ। পরে তিনি বলেন, এটা আদালতের বিষয়।
এ সময় তিনি বলেন, পুলিশে মাদকসেবীদের প্রয়োজন নেই ও কোনো স্থান নেই। ডোপ টেষ্ট হচ্ছে ঘর পরিচ্ছন্ন অভিযান। এটা বাহিনীর সকলের জন্য প্রযোজ্য এবং এটি অব্যাহত থাকবে। আমরা আমাদের নিজ বাহিনী দিয়ে তা করতে চাই।
Posted ৮:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin