নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও আগামী ইউপি নির্বাচন নিয়ে চলছে নানামুখী আলোচনা। তবে কিছু স্থানে নির্বাচন নিয়ে আলোচনা থাকলেও প্রচার বা জনসংযোগের চিত্র এখনও সেভাবে স্পষ্ট হয়ে ওঠেনি।
এখনো ঘোষণা হয়নি নির্বাচনের তফসিল। কিন্তু এরই মধ্যে বগুড়ার কাহালু উপাজেলার কালাই ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন দলটির বেশ কয়েকজন নেতা। এদের মধ্যে কালাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল হোসেন দলীয় মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন।
গত ইউপি নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বর্তমান চেয়ারম্যান আবু তাহের সরদার হান্নানের কাছে সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। নির্বাচনে হেরে গেলেও ইউনিয়নের রাজনীতিতে তিনি আরও সক্রিয় হয়ে উঠেন। তখন থেকেই ইউনিয়নবাসীর আস্থা অর্জনে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ প্রতিনিয়ত করে যাচ্ছেন সাবেক এই ছাত্রলীগ নেতা।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় উঠান বৈঠক ও শোডাউন দিয়ে চলেছেন ছাত্রলীগ নেতা রুবেল। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়ে ইউনিয়নের বেশ কয়েকটি রাস্তা পাকাকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিভিন্ন ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠানে, গরীব-দুঃখী মানুষকে আর্থিক সহায়তা, চিকিৎসা খরচ দেয়াসহ তাদের বিপদে-আপদে ছুটে যান এই তরুণ নেতা।
আওয়ামী লীগের রাজনীতিতে তার পরিবারের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে চেয়ারম্যান পদপ্রত্যাশী রুবেল হোসেন বলেন, আমার বাবা মরহুম কমর উদ্দিন আহমেদ ও বড় ভাই এলাকার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা করেন, কালাই ইউনিয়নের ইতিহাসে আমি ও আমার পরিবার বিগত জোট সরকারের আমলে সবচেয়ে বেশী নির্যাতিত, ত্যাগী ও নির্যাতিত পরিবার হিসাবে আগামী ২নং কালাই ইউপি কাহালু, বগুড়া নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমার জনমত দেখে অবশ্যই মূল্যায়ন করবেন এবং নৌকা প্রতীক উপহার দিবেন ইনশাল্লাহ।
Posted ২:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin