বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর সিহিপাশা গ্রামে পানিতে ডুবে সুরাইয়া আক্তার নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। শিশু সুরাইয়া ওই এলাকার মো. বাদশা খানের মেয়ে।
বাদশা খান জানান, সুরাইয়াকে পাশে বসিয়ে তার মা ঘরে কাজ করছিলো। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বড়ির পাশের ডোবায় ভাসতে দেখেন তার স্ত্রী।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরাইয়াকে মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, মৃত শিশুর অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তার মৃত দেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হযেছে।
Posted ২:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin