নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
বাংলাদেশ দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা এই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড গঠন করেছেন। দলে রয়েছেন প্রবাসী ফুটবলার হ্যামজা চৌধুরী, শামিত শোম, রিয়ান ইসলাম ও ফাহামেদুল ইসলাম। এদের সঙ্গে আছেন অভিজ্ঞ খেলোয়াড় জামাল ভূঁইয়া, রাকিব হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম।
সিঙ্গাপুর দলও ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। দলটির কোচ সুতোমু ওগুরা জানিয়েছেন, বাংলাদেশকে হারিয়ে গ্রুপে ভালো অবস্থানে যেতে চায় তারা। সিঙ্গাপুর স্কোয়াডে রয়েছেন অধিনায়ক হারিস বিন হারুন, ফরোয়ার্ড ইখসান ফান্ডি, মিডফিল্ডার শাহদান সুলেমান ও ডিফেন্ডার আমিরুল।
বাংলাদেশ ও সিঙ্গাপুর এখন পর্যন্ত এশিয়ান কাপ বাছাইপর্বে একটি করে ম্যাচ খেলেছে। উভয় দলের পয়েন্ট এখনো শূন্য। তাই আজকের ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও বায়োস্কোপ অ্যাপ।
Posted ১০:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০৯ জুন ২০২৫
dailymatrivumi.com | Shimul Howlader