তিউনিসিয়ায় আন নাহদা পার্টির শীর্ষস্থানীয় নেতা আনোয়ার মারুফকে গৃহবন্দি করা হয়েছে।
এর আগে দেশটির যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
প্রেসিডেন্ট কায়েস সাঈদের ২৫ জুলাই ক্ষমতা দখলকে একটি সাংবিধানিক অভ্যুত্থান হিসেবে অভিহিত করে আসছে আন নাহদা পার্টি।
Posted ৮:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin