সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। বুধবার রাত সাড়ে ১১টার দিকে আবদুল মুহিতের ছোটভাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন একটি ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
এতে তিনি আরও জানান, আবদুল মুহিতের অক্সিজেন স্যাচুরেশন ৯৬। তিনি বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলা দেখেছেন। এরপর রাতের খাবার খেয়ে ঘুমোনোর চেষ্টা করছেন। আবদুল মুহিতকে নিয়ে মিথ্যা খবর না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি।
করোনাভাইরাসে আক্রান্ত আবদুল মুহিতকে গত বৃহস্পতিবার বিকেলে সিএমএইচে ভর্তি করা হয়। এর আগে ২৫ জুলাই তার শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়।
আবদুল মুহিতের পারিবারিক সূত্রে জানা গেছে, পরীক্ষার ফল পজিটিভ আসার পর চিকিৎসকের পরামর্শে তিনি ঢাকার বনানীর নিজ বাসাতেই ছিলেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে ভর্তি করানো হয়।
Posted ৫:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin