পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে একটি রো রো ফেরি ধাক্কা দিয়েছে। ফেরিটি আজ সোমবার সন্ধ্যায় পিলারে ধাক্কা দেয়। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের ওই ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাচ্ছিলো।
এর আগে ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে শাহজালাল নামের একটি রো রো ফেরির ধাক্কা লাগে। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। সেই ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।
Posted ২:২৯ অপরাহ্ণ | সোমবার, ০৯ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin