যুক্তরাজ্যে দ্বিতীয়বারের মতো লকডাউনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। ডাউনিং স্ট্রিটে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি চার সপ্তাহের (এক মাস) জন্য এই লকডাউনের ঘোষণা দেন।
বিবিসির খবরে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে এ লকডাউন শুরু হবে। সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এবারের ক্রিসমাস ‘বেশ আলাদা’ হতে পারে। কিন্তু তিনি প্রত্যাশা করেন, এই সময়ে পদক্ষেপ নেওয়া মানে ভবিষ্যতে পরিবারের সবাই একসঙ্গে হতে পারা। লকডাউনে পাব, রেস্তোরাঁ, জিম ও অপ্রয়োজনীয় দোকান-পাট বৃহস্পতিবার থেকে চার সপ্তাহের জন্য বন্ধ থাকবে। তবে প্রথম দফায় লকডাউনের মতো এবার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ না রেখে চাইলে খোলা রাখা যেতে পারে।
আগামী ২ ডিসেম্বরের পর এসব কড়াকড়ি শিথিল করা হতে পারে বলেও জানান তিনি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে দেশটিতে এখন পর্যন্ত (শনিবার সকাল সাড়ে ৮টা) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১১ হাজার ৬৬০ জন। আর এ ভাইরাসে মারা গেছেন ৪৬ হাজার ৫৫৫ জন।
Posted ৩:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin