বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী পদমর্যাদার আবুল হাসানাত আবদুল্লাহকে অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১০টার পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয় বলে তার একজন ঘনিষ্ঠ চিকিৎসক নিশ্চিত করেছেন।
ওই চিকিৎসক জানান, আবুল হাসনাত আবদুল্লাহ গত কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তার অক্সিজেন সেচুরেশন কিছুটা কমতে শুরু করে। এক পর্যায়ে তা নব্বইয়ের নিচে নেমে যায়। পরে তাঁর ঘনিষ্ঠ চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়।
আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি। এর আগে জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন। হাসানাত আব্দুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোনের ছেলে। মাত্র কিছুদিন আগে তার স্ত্রী শাহানারা বেগমের মৃত্যু হয়। হাসানাত আবদুল্লাহর বড় ছেলে সেরেনিয়াবাত সাদেক আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র।
Posted ৩:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin