পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা যে নজিরবিহীন উন্নয়ন করেছি, বিএনপিও তা অস্বীকার করতে পারবে না। গত কয়েক বছরে ভাটি অঞ্চলে অনেক উন্নয়ন কাজ হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতার জন্য জনগণের স্বার্থেই আবারো দরকার শেখ হাসিনার সরকার।
শনিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দুটি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
এম এ মান্নান আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
Posted ৪:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
dailymatrivumi.com | Mohammad Salahuddin