হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া আহলে সুন্নত ওয়াল জামায়াতের উপদেষ্টা আলাউদ্দিন জিহাদীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ জামানের আদালত শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আলাউদ্দিন জিহাদীকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন বাদী পক্ষের আইজীবী। আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রবিবার বিকেলে নারায়ণগঞ্জের হেফাজতে ইসলামের নেতা কামাল উদ্দিন দাইমী ফতুল্লা থানায় ডিজিটাল আইনের মামলা দায়ের করেন। সেই মামলায় মামুদপুর এলাকা থেকে আলাউদ্দিন জিহাদী গ্রেপ্তার করে পুলিশ।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin