দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা মামলায় আসামি রবিউল ইসলামকে ছয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তাকে কড়া পুলিশি প্রহরায় আদালতে আনা হয়। এর পর তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরার এজলাসে নেয়া হয়। সেখানে আসামি রবিউল ইসলামের ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হচ্ছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবি পুলিশের ওসি ইমাম জাফর।
উল্লেখ্য, ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় ইউএনও অফিসের বরখাস্তকৃত মালি রবিউল ইসলামকে গত ১২ সেপ্টেম্বর গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ছয় দিনের রিমান্ডে নেন মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবি পুলিশের ওসি ইমাম জাফর।
বৃহস্পতিবার তার ছয় দিনের রিমান্ড শেষ হয়। এ মামলায় এর আগে আরও চার আসামিকে গ্রেফতার করা হয়। ওই চার আসামি বর্তমানে জেলহাজতে রয়েছেন।
Posted ৮:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin