বাংলা সিনেমা ‘প্রতিদান’-এর ‘আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা’ গানটি রিমেক করেছেন তরুণ প্রজন্মের শিল্পী ইমরান মাহমুদুল। নজরুল ইসলাম বাবুর লেখা এ গানের সুর ও সংগীত শেখ সাদী খানের। মূল সুর ঠিক রেখে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নতুন করে সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই।
ইমরান বলেন, ‘ছোটবেলা থেকেই আমার খুব প্রিয় রোমান্টিক গানটি। অনেক অনুষ্ঠানে অনেকবার এটি গেয়েছি। এবার নিজে কণ্ঠ দিতে পেরে ভালো লাগছে।’
গত সোমবার থেকে গানটির ভিডিও নির্মাণ শুরু হয়েছে। ঢাকার পর এখন সিলেটে শুটিং চলছে। ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন মারিয়া ননী। গানের ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ভিডিওটি।
Posted ১০:০৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin