কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
রোববার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কলেজ সংলগ্ন যৌথ চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের সংশ্লিষ্ট ক্যাম্প ইনর্চাজের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি বলেন, উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে অবৈধভাবে বেরিয়ে আসা ১৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গাদের আইনী ব্যবস্থা গ্রহণের জন্য কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে (সিআইসি) পাঠানো হয়েছে।
Posted ৭:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
dailymatrivumi.com | Mohammad Salahuddin