রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ৩১টি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের একটি টিম।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহরাব হোসেন (২১), মো. তৌহিদুল ইসলাম (২২), মো. সেলিম মিয়া (৩২) ও মো. উজ্জল মিয়া (২৪)।
তারা সবাই উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে রুজুকৃত মামলার এজাহারনামীয় পলাতক আসামি।
আজ সকালে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (২১ নভেম্বর) উত্তরা পশ্চিম ও তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে উত্তরা জোনাল টিম।
প্রসঙ্গত, গত শুক্রবার (২০ নভেম্বর) উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১টি হাতবোমাসহ মামুন পারভেজ ও সুমন শেখকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা রুজু হয়।
Posted ৮:২১ পূর্বাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin