ঢাকা ৫ ও ১৮ আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আইনশৃংখলা বিষয়ক এ বৈঠকে পুলিশের আইজি, র্যাব ডিজি, ডিএমপি কমিশনার গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
বৈঠকে ইসির পক্ষ থেকে প্রস্তাবনায় জানানো হয়, নির্বাচনের দুদিন আগে ও ভোটের পরদিনসহ চারদিন আইশৃঙ্খলাবাহিনী মোতায়েন থাকবে নির্বাচনী এলাকায়।
এছাড়া নির্বাচনের দিন মাইক্রোবাস ও মটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা থাকলেও গণপরিবহনসহ সাধারণ যান চালু থাকবে। ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হবে না। ভোট দিয়ে কর্মস্থলে যাবেন ভোটাররা।
Posted ৬:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin