স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে হত্যায় জড়িতরা শাস্তি পাবেই। আর অনুমোদনহীন হাসপাতাল-ক্লিনিকগুলোর বিরুদ্ধে তথ্য অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই হত্যা মামলার সঙ্গে জড়িত এ পর্যন্ত আটজন এবং হাসপাতাল পরিচালনার সঙ্গে জড়িত তিনজনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদেরকেও ধরা হবে।
তিনি বলেন, যারা দোষী সাব্যস্ত হবে বলে আমরা মনে করছি, প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে।
Posted ১১:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin