রাজধানীর এফ আর টাওয়ার নির্মাণে দুর্নীতির অভিযোগে ইজারা গ্রহীতা ফারুক ও রাজউকের ১৫ কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৮ জনের বিরুদ্ধে বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
আসামিরা হলেন- ভূমি মালিক, ইজারা গ্রহীতা সৈয়দ মো. হোসাইন ইমাম ফারুক, রূপায়ন হাউজিং লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল (এল এ মুকুল), কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসভীর-উল-ইসলাম।
এছাড়া রাজউকের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী হলেন- সহকারী অথরাইজড অফিসার মো. নজরুল ইসলাম, মো. শামসুল আলম, পরিচালক (এস্টেট), সাবেক উপ-পরিচালক (এস্টেট) মুহম্মদ শওকত আলী, সাবেক সহকারী পরিচালক (এস্টেট) শাহ মো. সদরুল আলম, সাবেক তত্ত্বাবধায়ক (এস্টেট) জাহানারা বেগম, সাবেক পরিদর্শক মো. মেহেদউজ্জামান, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক মুহাম্মদ মজিবুর রহমান মোল্লা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. এনামুল হক, সাবেক পরিচালক (এস্টেট) মো. আবদুল্লাহ-আল-বাকী, সাবেক তত্ত্বাবধায়ক মো. মোফাজ্জেল হোসেন, উচ্চমান সহকারী, মো. সাইফুল আলম, ইমারত পরিদর্শক (নকশা জমা গ্রহণকারী) ইমরুল কবির ও মো. শওকত আলী, উচ্চমান সহকারী (ইস্যুকারী) (সাময়িক বরখাস্ত) মো. শফিউল্লাহ, সাবেক অথরাইজড অফিসার মো. শফিকুল ইসলাম।
২০১৯ সালের ২৫শে জুন এই বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করা হয়। মামলার বাদী দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিক।
Posted ৯:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin