টলিপাড়ায় শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন সোহম চক্রবর্তী। ‘ছোট বউ’, ‘মঙ্গলদীপ’, ‘শাখা প্রশাখা’র যুগে জনপ্রিয়তা পেয়েছিলেন ‘মাস্টার বিট্টু’ হিসেবে। পরে বাজিমাত করেন নায়ক হিসেবেও। ‘প্রেম আমার’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘অমানুষ’ এর মতো বাংলা ছবির মাধ্যমে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন।
এবার টলিউডের প্রযোজকদের দলে নাম লেখালেন এই অভিনেতা। আর ইনস্টাগ্রামে তার নতুন ছবির পোস্টার শেয়ার করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সোহম এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রথম ছবির নাম ‘কলকাতার হ্যারি’। আর ছবিতে সোহমের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রিয়াঙ্কা সরকার। পরিচালনার দায়িত্বে রাজদীপ ঘোষ। সংগীত পরিচালনা করবেন জিৎ গঙ্গোপাধ্যায়।
আর চিত্রগহণে থাকছেন গোপী ভগৎ। চলতি জানুয়ারি মাসেই শুরু হবে ছবিটির শুটিং। পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘নতুন বছরের শুরুতে এর থেকে ভাল আর মিষ্টি আর কিছুই হতে পারে না। ২০২১ সালে আমার প্রথম প্রজেক্ট কলকাতার হ্যারি ছবির টিজার পোস্টার। এই সুন্দর কাহিনীর সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। প্রতিবারের মতো এবারও আপনাদের শুভেচ্ছা চাই।’
ফেসবুকে ছবির পোস্টার শেয়ার করেছেন সোহমও। সেখানে এক রঙিন রূপকথা শোনানোর ও দেখানোর আশ্বাস দিয়েছেন। লিখেছেন, ‘বাচ্চারা তৈরি হও স্বপ্নের দুনিয়ায় যাওয়ার জন্য। আর বড়রা তৈরি হও ছোটবেলায় আরও একবার ফিরে যাওয়ার জন্য।’
Posted ৯:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin