নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজার দুই সন্তান হুমায়রা মোর্ত্তজা ও সাহেল মোর্ত্তজা। মাশরাফীর পারিবারিক সূত্রে জানা যায়, আপাতত হুমায়রা ও সাহেল শারীরিকভাবে সুস্থ আছে।
গত জুনে স্ত্রী সুমনা হক সুমিসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন মাশরাফী। সে সময় তাঁর পরিবারের আরো কয়েকজনও কোভিড-১৯ পজিটিভ ছিলেন। সুস্থ ছিল দুই সন্তান হুমায়রা ও সাহেল। কিন্তু বাবা-মা সুস্থ হয়ে উঠলেও করোনা থেকে রক্ষা পায়নি দুই সন্তান। শেষ পর্যন্ত তারাও কোভিড-১৯ পজিটিভ হয়েছে।
মাশরাফীর পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে হালকা জ্বরের উপসর্গ দেখা দিলে হুমায়রা ও সাহেলকে কোভিড-১৯ টেস্ট করানো হয়। তখন দুজনেরই পজিটিভ আসে। তবে আশার খবর হলো, আপাতত জ্বর নেই, সুস্থ আছে হুমায়ারা-সাহেল। মাশরাফীর ঢাকার বাসাতেই চিকিৎসা চলছে তাদের।
Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ২১ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin