করোনা সংক্রমণের সময় গত বছর বলিউড তারকা সোনু সুদ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অসাধারণ নজির স্থাপন করেছিলেন। এবার কাশ্মীরের রাস্তায় ঘটালেন এক অদ্ভুত কাণ্ড।
শ্রীনগরে পৌঁছেই ছুটে যান ফুটপাতের এক জুতার দোকানে। সেখানে তিনি রীতিমতো দরদাম করে জুতা কিনতে দেখা যায়। আর সেই জুতা কেনার ভিডিও সম্প্রতি সোনু সুদ তার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করলে এটি ভাইরাল হয়ে যায়।
ওই ভিডিওতে দেখা যায়, লেকের পাশে দাঁড়িয়ে ফুটপাতের এক জুতা বিক্রেতার সঙ্গে জুতার দাম নিয়ে দরদাম করছেন তিনি। ১২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত দাম কমাচ্ছেন বিক্রেতার সঙ্গে তর্ক করে। পরে অবশ্য হেসে ফেলে গোটা ব্যাপারটা সামলেও নিয়েছেন সোনু। জানা গেছে, সোনু সুদ এই বিক্রেতার কাছ থেকে বেশ কয়েক জোড়া জুতাও ক্রয় করেছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
করোনা আবহে ছোট দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ীদের বরাবরই উৎসাহ দিয়ে আসছেন সোনু সুদ। কাশ্মীরে পৌঁছে আবারও সেই কাজ করলেন তিনি। ভিডিওতে সোনু তার অনুরাগীদের শ্রীনগর গেলে এ বিক্রেতার কাছ থেকে জুতা কেনার আহ্বান জানিয়েছেন।
কয়েক দিন আগে সোনু সুদ নিজে সাইকেল চালিয়ে ডিম-পাউরুটি বিক্রি করেছিলেন। লকডাউনে এভাবে বাড়ি বাড়ি গিয়ে দরকারি সামগ্রী বিক্রি করার মতো আইডিয়া দিয়ে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছিলেন তিনি। এবার কাশ্মীরে পৌঁছে এ উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এই বলিউড তারকা।
Posted ৪:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin