২০২২ সালে পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের চুক্তি শেষ হয়ে যাবে। কিন্তু তার আগেই এমবাপ্পের সঙ্গে নতুন চুক্তি করতে চায় ক্লাবটি। তারা প্রস্তাব পাঠিয়েছে এমবাপ্পের কাছে। কিন্তু সেই প্রস্তাবে এখনো সাড়া দেয়নি এমবাপ্পে।
এমবাপ্পের সামনে এখন রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন। রিয়াল মাদ্রিদ তার জন্য নিজেদের দুয়ার খোলা রেখে বসে আছে। আগামী মৌসুমে তাকে কেনার জন্য অপেক্ষা করছে রিয়াল। পিএসজি যদি তাকে বিক্রির কথা প্রকাশ্যে বলে তাহলেই দৌড় শুরু করবে রিয়াল।
এমবাপ্পেও রিয়াল মাদ্রিদে খেলতে চায়। আর সেই কারণেই পিএসজির করা অফারগুলো বার বার ফিরিয়ে দিচ্ছেন তিনি।
তবে দিয়ারিও এএস জানিয়েছে, এমবাপ্পের সঙ্গে পিএসজির নতুন চুক্তি হতে পারে। তবে সেই চুক্তিতে রিয়াল মাদ্রিদের একটা অপশন থাকবে। এমবাপ্পে চাইলে রিয়াল মাদ্রিদে যেতে পারবে চুক্তিতে উল্লেখ থাকা অর্থের বিনিময়ে।
Posted ৫:০৫ অপরাহ্ণ | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin