করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কবি ফরহাদ মজহার। বিষয়টি নিশ্চিত করেছেন লেখক ও নির্মাতা মোহাম্মদ রোমেল।
ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতারের বরাত দিয়ে রোমেল জানান, গত ১১ ডিসেম্বর জ্বর অনুভব করেন ‘ভাবান্দোলন’-খ্যাত ফরহাদ মজহার। ওই সময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল আয়োজনে যুক্ত ছিলেন।
মঙ্গলবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে এ কবিকে। তার নিউমোনিয়াজনিত জটিলতা থাকলেও আগের তুলনায় ভালো আছেন।
মোহাম্মদ রোমেল আরও জানান, ফরহাদ মজহারের পরিবারের অন্য সদস্যরা সুস্থ্য আছেন। তিনি পরিবারের পক্ষ থেকে এ বুদ্ধিজীবীর জন্য দোয়া চেয়েছেন।
ফরহাদ মজহারের জন্ম ১৯৪৭ সালের ৯ আগস্ট নোয়াখালীতে। চিন্তাবিদ, ঔষধশাস্ত্রবিদ, সামাজিক ও মানবাধিকার কর্মী এবং পরিবেশবাদী হিসেবে তার আন্তর্জাতিক পরিচিতি রয়েছে। রাজনৈতিক পরিসরে তার ভূমিকাও বেশ আলোচিত।
Posted ১:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin