করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন রাজধানীর পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিআইএম আব্দুল্লাহ আল ফারুক। পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তিনি মারা যান।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিটিজের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান সার্জনের সিনিয়র কাউন্সিলর ছিলেন অধ্যাপক ডা. টিআইএম আব্দুল্লাহ আল ফারুক।
সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিটিজের (এফডিএসআর) হিসাব অনুযায়ী, রাজধানীর পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিআইএম আব্দুল্লাহ আল ফারুকসহ দেশে করোনায় এ পর্যন্ত ৭৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আর ১১ চিকিৎসক।
Posted ৮:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin