দেশব্যাপী বছরের শুরুতে একযুগে প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে উৎসবমুখর বই বিতরণের অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়ায় আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা শুরু হয়েছে।
উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (তালতলা) ২ জানুয়ারি শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন নাহার রিনা’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ফেরদৌস আরা দিপু’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহম্মদ শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সানজিদা আমীন (ভারপ্রাপ্ত) ও শিক্ষার্থীদের অভিভাবকগণ।
উল্লেখ্য, করোনা কালীন পরিস্থিতিতে দীর্ঘদিন যাবত বিদ্যালয় বন্ধ থাকার পরও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে নতুন বছরের শুরুতে শিশুদের মাঝে বই বিতরণ করা হয়েছে। নতুন বই পাওয়ায় শিশু-কিশোরদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin