কোটালীপাড়া প্রতিনিধি :
মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হানিসার নির্দেশনায় প্রাকৃতিক ভারসম্য রক্ষায় কারিতাস বাংলাদেশের উদ্দ্যেগে ৪০০ শত তালের বীজ রোপণ করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার বিকেলে করিতাস বাংলাদেশের উজিরপুর শাখার তত্ত্বাবধায়নে উজিরপুর উপজেলার শাতলা ইউনিয়নের আলামদি থেকে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পর্যন্ত দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার রাস্তায় এসব তালের বীজ রোপন করা হয়।
এসময় কারিতাস বাংলাদেশের উজিরপুর উপজেলা শাখার মাঠ কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, শাতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আলাতাফ হোসেন,কারিতাস বাংলাদেশের শাতলা ইউনিট অফিসার রঞ্জন রায়, হারতা ইউনিট অফিসার নজরুল ইসলাম, শাতলা ইউনিটের ক্রেডিট অফিসার হরলাল হালদার, দীনবন্ধু মন্ডল, চপল হালদার, সাতলা ইউনিয়ন পরিষদ সদস্য মো: এনামুল প্রমুথ উপস্থিত ছিলেন।
কারিতাস বাংলাদেশের শাতলা ইউনিট অফিসার রঞ্জন রায় বলেন, প্রাকৃতিক ভারসম্য রক্ষায় তালগাছ অনেক উপকারী , বিশেষ করে বজ্রপাত রোধে তাল গাছ বিশেষ ভুমিকা পালন করে। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ সড়কে ৪০০ পিচ তালের বীজ রোপণ করেছি, পরবর্তিতে কর্মসূচী অনুযায়ী অন্য সড়কগুলোতেও তালবীজ রোপণের পরিকল্পনা রয়েছে ।
Posted ৩:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin