সোমবার বাংলাদেশের আকাশে কোথাও আরবি প্রথম মাস মহররমের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বুধবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী ২০ আগস্ট সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ১৪৪৩ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা যায়, সোমবার বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।
Posted ৮:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin