বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্ব শেষে ছুটিতে দেশে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে। এবার ঢাকায় ফেরার পালা। ছুটি শেষে আগামীকাল ঢাকায় ফিরবেন জেমি।
সেপ্টেম্বরের শুরুতে ফিফা উইন্ডোতে রয়েছে প্রীতি ম্যাচ, অক্টোবরে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এসব ম্যাচ সামনে রেখে আবার গুছিয়ে নিতে হবে জাতীয় দল। তাই প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলোর দিকে নজর দেবেন ইংলিশ কোচ।
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ ফেন্ডলি ম্যাচ খেলবে। তবে কোন দেশের বিপক্ষে এবং ম্যাচ ঘরের মাঠে কিনা, তা এখনো নিশ্চিত করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, শুক্রবার বিকেলে ন্যাশনাল টিমস কমিটির জরুরি সভা আছে। ওই সভায় সবকিছু চূড়ান্ত হবে। কোন দলের সঙ্গে ম্যাচ, দেশেই নাকি বিদেশে; সবকিছুই বলতে পারব ওই সভার পর।
৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের উইন্ডোতে ম্যাচ খেলার জন্য ১৪ দেশকে চিঠি দিয়েছে বাফুফে। শুক্রবারের মধ্যে দল চূড়ান্ত করে জাতীয় দলের বাকি কার্যক্রমগুলো ঠিক করবে।
ওই দিনই ছুটি কাটিয়ে ঢাকায় আসবেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। তিনি এসে লিগের বাকি ম্যাচগুলো দেখে জাতীয় দলের জন্য খেলোয়াড় ঠিক করবেন।
বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানালেন, ‘দেশে বা বিদেশে যেখানেই খেলি আমাদের কোভিড-১৯ অবস্থার বিবেচনা করেই ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে। এখন পর্যন্ত ধরে নিচ্ছি বাইরের গিয়েই ম্যাচ খেলতে হবে। শুক্রবারের সভায় কেবল সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর ম্যাচই নয়, অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ এবং নভেম্বেরের উইন্ডোর বিষয়েও সভায় আলোচনা করে কাজ গুছিয়ে রাখব’।
Posted ৫:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin