গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রাইভেটকার দুর্ঘটনায় এক প্রবাসীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।
বুধবার (২৯ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম ঠিকানা জানা যায়নি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। পথে ভাটিয়াপাড়ায় ফ্লাইওভারে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা একই পরিবারের তিনজন নিহত হন। যাদের মধ্যে একজন প্রবাসী। এ সময় আহত হন আরো দু’জন।
Posted ৯:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin