কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে দোকান থেকে বাড়িতে ফেরার পথে মঙ্গল শেখ (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকেরা।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের ধানজাইল গ্রামে এ ঘটনা ঘটে।
পরে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তবে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকেরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন আহত ব্যবসায়ী মঙ্গল শেখ।
এ ঘটনায় আহত ব্যবসায়ীর স্ত্রী জলিকা বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, শুক্রবার রাতে মঙ্গল শেখ উপজেলার নড়াইল বাজার থেকে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। ধানজাইল গ্রামের মোতাচ্ছের মোল্যার বাড়ির কাছে পাকা রাস্তায় পৌছালে পূর্ব থেকে ওৎ পেঁতে থাকা একই গ্রামের নুর ইসলাম ঠাকুর, হাসান ঠাকুর ও নাসির ঠাকুর মঙ্গল শেখের পথরোধ করে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে মঙ্গলের পরিবারের লোকেরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় হামলাকারীরা তাঁর কাছে থাকা টাকাসহ জিনিসপত্র নিয়ে যায়।
কাশিয়ানী থানার (ওসি) মো. আজিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
Posted ১১:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin