কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইজিবাইকের চাপায় ইসরাত খানম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১ টার দিকে উপজেলার সাধুহাটি এলাকায় রামদিয়া-নড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের আমিনুর রহমান শরীফের মেয়ে।
জানা গেছে, নিহত ইসরাত বাড়ির পাশে খেলাধূলা করছিল। এ সময় রাস্তা দিয়ে যাওয়া একটি দ্রুতগামী ইজিবাইক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। বিকাল সাড়ে ৩ টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু ইসরাত খানম।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১০:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin