গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৩ লাখ ৮০ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের রামদিয়া বাজারে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আতিকুল ইসলাম।
তিনি জানান, কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে অবৈধ কারেন্ট জালের হাট বসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা।
এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে অনাদী বিশ্বাস নামে একজন জাল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ জালগুলো রামদিয়া বাজারে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ বলেন, মৎস্য রক্ষা ও মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধ জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Posted ১:১১ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin