কাশিয়ানী প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ফয়সাল মিয়া (২২) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় বিজিবি সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
উপজেলার সাধুহাটি গ্রামের খায়রুল মিয়া বাদী হয়ে গত ২৪ আগস্ট গোপালগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন।
আসামীরা হলেন- উপজেলার সাধুহাটি গ্রামের বিজিবি সদস্য রোমান মিয়া (২৭) ও একই গ্রামের আরমান মিয়া (২৪), সোহান মিয়া (২০), ইমদাদ মিয়া (৫২), ছবে মিয়া (৪৯), মুরাদ মিয়া (৩০), রাজিব মিয়া (২৮), হুসাইন মিয়া (২৫) এবং ফরহাদ মিয়া (২৮)।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার সাধুহাটি গ্রামের ফটু মিয়ার ছেলে ও গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ছাত্র ফয়সাল মিয়াকে গত ২২ আগস্ট পূর্বশত্রুতার জের ধরে রাস্তায় একা পেয়ে একই গ্রামের বিজিবি সদস্য রোমান মিয়ার নেতৃত্বে একদল লোক ঘিরে ফেলে। এ সময় তারা ফয়সালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে বিজিবি সদস্য রোমান মিয়ার ব্যবহৃত মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করে কথা বলেননি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত কোর্টের কোন কাগজ পাইনি। পেলে নথিভূক্ত করে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
Posted ৪:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin