কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলার রামদিয়া সরকারি খালে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগী উপ-পরিচালক সৈয়দ মো. আলমগীর, সিনিয়র সহকারী পরিচালক কৃষ্ণেন্দু সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়, সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সদস্য শরীফ সোহরাফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা এস, এম শাহজাহান সিরাজ, সহকারী মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান, বেথুড়ী ইউপি চেয়ারম্যান ক্ষিরোদ রঞ্জন বিশ্বাস, ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুল, যুগান্তরের কাশিয়ানী প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন প্রমুখ।
উপজেলার ৯টি স্থানে ও ৭টি উন্মুক্ত জলাশয়ে ১ হাজার ১১৭ কেজি মৎস্য পোনা অবমুক্ত করা হবে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান।
Posted ১০:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin