কোভিড-১৯ টেস্ট প্রতারণার হোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে মো. সাহেদ করিমের অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগে করা মামলার রায় ঘোষণা করা হবে দুপুরে।
সোমবার দুপুরে রায় শুনতে ১২টা ৩২ মিনিটে সাহেদকে নিয়ে আসা হয় আদালতে। এখন তাকে আদালতের গারদখানায় রাখা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, সোমবার বেলা ২টা নাগাদ রায় ঘোষণা করা হতে পারে। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েস এ রায় ঘোষণা করবেন। গত ২০ সেপ্টেম্বর মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে বিচারক এ দিন ঠিক করেন।
Posted ৭:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin