দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ঘন কুয়াশার কারণে এমন পরিস্থিতি তৈরি হলে পরে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে।
সূত্র জানায়, আজ শনিবার সকাল ৮টার দিকে বিমানের দুবাই থেকে আসা ওই ফ্লাইটে দুই শতাধিক যাত্রী রয়েছেন। কুয়াশার কারণে তাদের অপেক্ষমাণ স্বজনদের মধ্যে উদ্বেগ ছিল। সিলেটে অবতরণের খবরে স্বস্তি নেমে আসে। কুয়াশা কেটে গেলে দুবাইয়ের ফ্লাইট সিলেট থেকে চট্টগ্রাম আসবে। সেখানেই কাস্টমস ও ইমিগ্রেশন সম্পন্ন হবে যাত্রীদের।
Posted ৬:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin