কুয়েতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি মারা গেছেন। সোমবার সকালে কুয়েতের ৭ নম্বর রিং রোডে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে একটি ময়লার ট্রাক উল্টে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়। একজন গুরুতর আহত হয়।
জানা গেছে, স্থানীয় সময় সকালে মরুভূমিতে ময়লা ফেলে আসার পর কুয়েতের ব্যস্ততম সড়ক আবু ফাতিরা থেকে কোস্টাল এলাকাগামী ৭ নম্বর রিং রোডে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ময়লার গাড়িটি উল্টে যায়।
এ সময় ঘটনাস্থলে প্রাণ হারায় দুই প্রবাসী। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তাদের মরদেহ স্থানীয় মর্গে রাখা আছে বলে জানা গেছে।
Posted ৪:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ এপ্রিল ২০২২
dailymatrivumi.com | Mohammad Salahuddin