এখন থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমতি ছাড়া কমিটি বিলুপ্ত, গঠন বা কাউকে অব্যাহতি দেয়া যাবে না। অন্যদিক দলের আদর্শ, স্বার্থ ও শৃঙ্খলাবিরোধী বক্তব্যও দেয়া যাবে না। নিজের দলের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এসব নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবনে প্রেস ব্রিফিংকালে এ কথা জানান।
ওবায়দুল কাদের জানান, ১২ জুন সংসদীয় বোর্ডের সভায় দলের সব পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলাজনিত এ নির্দেশনা দেন শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, কোথাও সমস্যা হলে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে সমাধান করবেন বিভাগীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত নেতারা । দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো অপকর্মে অথবা আইন নিজের হাতে তুলে নিলে সঙ্গে সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ জুন ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin