কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফলের আবাদ বৃদ্ধি, ফলের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরন, এলাকায় দেশী,বিদেশী উন্নতমানের কলম চারা উৎপাদন, ফলের চারার চাহিদা পূরনের লক্ষে ডিজিটাল গ্রাফটিং মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা রমেন্দ্রনাথ হালদারের ব্যক্তিগত ও যৌথ উদ্দ্যোগে উদ্বুদ্ধকরনের মাধ্যমে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের হিজলবাড়ী গ্রামে অবস্থিত সান সাম্য নার্সারির মালিক শংকর দত্তকে একটি ডিজিটাল গ্রাফটিং মেশিন দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি অফিসার বিকাশ সরকার, উপ সহকারী কৃষি অফিসার সুুধাংশু হালদার ও এলাকার কৃষকবৃন্দ।
Posted ১১:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin