গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে সুফিয়ান শেখ(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার উপজেলার উত্তর হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়ান শেখ উপজেলার উত্তর হিরণ গ্রামের আমিরুল শেখ নাসিরের ছেলে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, সকাল ৯টার দিকে সুফিয়ান শেখ বাড়ির উঠানে খেলতে ছিল। হঠাৎ করে বাড়ির লোকজন সুফিয়ান শেখকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে ভাসছে দেখতে পায়। পুকুর থেকে তুলে সুফিয়ান শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
Posted ১২:০৫ অপরাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin