গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক ব্যবসায়ীর হমলায় অশিষ মন্ডল (২২) নামের এক যুবক আহত হয়েছে।
ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় উপজেলার বটবাড়ি গ্রামে।
হাসপাতালে চিকিৎসাধীন অশিষ মন্ডল বলেন, বটবাড়ি গ্রামের ইয়াছিন মোল্লা এলকায় দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয় – বিক্রয় করে আসছেন। এখবরে পুলিশ তাকে আটক করলে সে আমাকে সন্দেহ করতে থাকে এবং গতকাল সন্ধ্যায় মায়ের জন্য ঔষধ আনতে আমি বাড়ি থেকে মোল্লা বাজারে যাবার পথে প্রেমানন্দ বালার বাড়ির কাছে পৌছালে ইয়াছিন আমাকে বেধড়ক মারপিট করে এবং টানতে টানতে মোল্লা বাজারের সামাদ মোল্লার চায়ের দোকানে নিয়ে আটকে রাখে,খবর পেয়ে সেখান থেকে পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ইয়াছিনের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় অভিযোগ করা হবে বলে তিনি জানান।
অশিষ মন্ডল উপজেলার বটবাড়ি গ্রামের দীদপচাঁদ মন্ডলের ছেলে।
Posted ৪:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin