গোপালগঞ্জের কোটালীপাড়ায় গচাপাড়া গ্রামের আতঙ্ক জামাল মোল্লা নামের এক যুবক। তার অসামাজিক কার্যকলাপ ও চুরি আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী।
জানা যায়, গত শুক্রবার ভোরে উপজেলার উত্তর গচাপাড়া গ্রামের একটি ঘরে ঢুকে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টা করে জামাল মোল্লা (৩২)। এ সময় ওই গৃহবধু বাধা দিলে তাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালায়। ঘটনায় দিন বিকেলে গৃহবধু বাদি হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
গচাপাড়া গ্রামের আব্দুল কাদের মোল্লা বলেন, শুক্রবার ভোরে জামাল মোল্লা আমাদের ঘরে ঢুকে আমার পুত্রবধুকে ধর্ষনের চেস্টা করে,তাতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে তাকে হত্যার চেস্টা চালায়,এর আগে একবার পুত্রবধুর মুখ বেধেঁ ধর্ষনের চেষ্টা করে।
একই গ্রামের মুদি ব্যবসায়ী আজাদ হাওলাদার বলেন, জামাল আমার দোকান ঘর চুরি করে টাকা পয়সা নিয়ে যায়।সাইফুল তালুকদার জনান, কিছুদিন আগে মুকুল তালুকদারের দোকান চুরি করেছিল তখন এলাকাবাসি তাকে জুতাপেটা করে,জয়নাল কাাজির দোকানচুরি করায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরানো হয়,আলামিন তালুকদারের ঘরে ঢুকে মোবাইল চুরি ও ধর্ষনের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে,মিটুল মোল্লার ঘরে ঢুকে ধর্ষনের চেষ্টা করে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক চুরিসহ কয়েকটি মাদক মামলা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, জামাল মোল্লার অসামাজিক কার্যকলাপ ও চুরি আতঙ্কে আমরা রাতের বেলায় ঘর থেকে বের হতে পারছিনা।
জামাল মোল্লা উপজেলার উত্তর গচাপাড়া গ্রামের মতিয়ার রহমান মোল্লার ছেলে।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে জামাল মোল্লা বলেন, একটি চুরি করায় এলাকাবাসি আমাকে জুতার মালা দিয়ে ঘুরিয়ে ছিল পরবর্তি সময়ে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে এগুলো সম্পুর্ন মিথ্যা।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ লুৎফর রহমান বলেন, বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।
Posted ৩:০১ অপরাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin