কোটালীপাড়া প্রতিনিধি-
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানি বন্দি এক হাজার পরিবারের মাঝে শুকনা খবার বিতরণ করেছে ছাত্রলীগ। আজ রবিবার বিকেলে উপজেলার কান্দি ইউনিয়নেে বিভিন্ন গ্রামের পানি বন্দি পরিবারের মধ্যে এ শুকনা খাবার বিতরণ করা হয়।
কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বড়ৈ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাবার বিতরণ করেন।
এ সময় পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরি সেলীম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামির, উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি সাজ্জাদ সুমন, রাসেল শেখ, জুয়েল মুন্সি, সামিম দাড়িয়া, সাবেক ভিপি নাজমুল সরদার চপল প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরি সেলীম আহম্মেদ ছোটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আদম তমিজী হকের শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
Posted ১২:২৪ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin