নানা আয়োজনের মধ্যে দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজেন আলোচনা সভা ও কেক কাটা হয়।
জাতীয় শ্রমিক লীগ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, জেলা শ্রমিক লীগের আহবায়ক রেজাউল হক শিকদার রাজু, যুগ্ম আহবায়ক বুলবুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মতিয়ার রহমান হাজরা, শ্রমিক লীগ কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।
Posted ১০:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin