কোভিড-১৯ মহামারী কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। রোজ হাজার হাজার মানুষ মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে। এরই মধ্যে লাশের সারি সাড়ে সাত লাখ ছাড়িয়ে।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত করোনায় মারা গেছেন সাত লাখ ৫৭ হাজার ৪৭১ জন। আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৭২ হাজার ১২৫ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩৯ লাখ ২৪ হাজার ৩৬৯ জন।
করোনা আক্রান্ত ও প্রাণহানিতে সবার ওপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১ লাখ ৭০ হাজার ৩৮১ জন মারা গেছেন করোনায়। ব্রাজিলে ১ লাখ ৫ হাজার ৫৬৪ জন, মেক্সিকোতে ৫৪ হাজার ৬৬৬, ভারতে ৪৮ হাজার ১৪৪, যুক্তরাজ্যে ৪১ হাজার ৩৪৭, ইতালিতে ৩৫ হাজার ২৩১, ফ্রান্সে ৩০ হাজার ৩৮৮ জন এবং স্পেনে ২৮ হাজার ৬০৫ জন মারা গেছেন করোনায়।
Posted ৯:১৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin