দুই দিন আগেই নিজের ৩৬তম জন্মদিন পালন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এই বয়সেই তার খেলায় এতটুকুও গতি কমেনি। গোলের পর গোল করেই যাচ্ছেন তিনি।
সর্বশেষ গতরাতে শক্তিশালী রোমার বিপক্ষে তার দলের ২-০ গোলের জয়ের ম্যাচে প্রথম গোলটি করেন রোনালদো। ম্যাচের ১৩ মিনিটেই জুভেন্টাসকে এগিয়ে দিয়েছিলেন তিনি। অন্য গোলটি আসে বিরতির পর আত্মঘাতী থেকে।
এই জয়ের ফলে রোমাকে সরিয়ে তিনে উঠে এসেছে জুভেন্টাস। ২০ ম্যাচে তাদের সংগ্রহ এখন ৪২ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা রোমার সংগ্রহ ৪০ পয়েন্ট।
এটি ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর চলতি মৌসুমে সিরিএতে করা ১৬তম গোল। সব মিলিয়ে রোনালদো চলতি মৌসুমে ২৪ টি ম্যাচ খেলে ২৩টি গোল করেছেন।
Posted ৪:০২ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin