ক্রিস্টাল প্যালেসকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। অলরেডদের হয়ে দুটি করে গোল করেন রবার্তো ফিরমিনো ও মোহাম্মদ সালাহ।
ম্যাচ শেষে ডাগ আউটে স্বস্তিতে লিভারপুল কোচ ইয়ুর্গন ক্লপ। গেলো ম্যাচে টটেনহাম হটসপারকে হারিয়ে টেবিলের শীর্ষে জায়গা করে নেয় লিভারপুল। এবার দাপুটে ফুটবল খেলে ক্রিস্টাল প্যালেসকে গোল বন্যায় ভাসিয়ে শীর্ষস্থানটা ধরে রাখলো বর্তমান চ্যাম্পিয়নরা।
ক্রিস্টাল প্যালেসের মাঠ সেলহার্স্ট পার্কে লিভারপুলের ফরমেশনটা ছিল ৪-৩-৩। ম্যাচের শুরুতেই আধিপত্য অলরেডদের। কোচের আস্থার প্রতিদান দিলেন সাদিও মানে-ফিরমিনো-হেন্ডারসনরা। ৩ মিনিটেই মিনামিনোর গোলে লিড নেয় লিভারপুল। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে নিজের প্রথম গোলের দেখা পেলেন জাপানের এই ফরোয়ার্ড।
তবে পিছিয়ে পড়ে অলরেডদের রক্ষণে হানা দেয় ক্রিস্টাল প্যালেস। কিন্তু কাজের কাজটি করতে পারেনি ফরোয়ার্ডরা। যেখানে স্বাগতিকদের ঘানার ফরোয়ার্ড জর্ডান আইযুর দুটি শট রুখে দেন গোলকিপার অ্যালিসন।
৩৫ মিনিটে ফিরমিনোর অ্যাসিস্টে লিভারপুলের হয়ে ব্যবধান দ্বিগুন করেন সাদিও মানে। এরপর প্রথমার্ধের শেষ মুহুর্তে জালের ঠিকানা খুঁজে নেন রবার্তো ফিরমিনো। তাতেই ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বিরতির পরও যেনো লিভারপুল ঝলক। অলরেডদের দাপুটে ফুটবলে নাস্তানাবুদ ক্রিস্টাল রক্ষণ। ৫২ মিনিটে হেন্ডারসনের চোখ ধাঁধানো শটে বড় জয়ের পথে হাঁটতে থাকে ক্লপ শিষ্যরা।
৬৮ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন লিভাপুলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো। এরপর শেষ চার মিনিটের ব্যবধানে ক্রিস্টালের প্যালেসের জালে দুটি গোল করেন মোহাম্মদ সালাহ। এ জয়ের ফলে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিল টপার লিভারপুল।
Posted ২:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin