খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে ভূমিরক্ষা কমিটির সভাপতির স্ত্রী নিহত হয়েছেন। নিহতের নাম মোর্শেদা বেগম (৪০)।
শুক্রবার দিবাগত রাত ২টায় দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোর্শেদা বেগম ভূমিরক্ষা কমিটির সভাপতি মো. আবদুল মালেকের স্ত্রী। তার বাড়ি একই এলাকায়।
জানা যায়, রাত ২টায় দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে মোর্শেদা বেগমের পিঠে গুলি করে সশস্ত্র সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় মোর্শেদা বেগমকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার ছেলে মো. আহাদ আহত হয়।
তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব বলেন, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।
তবে ধারণা করা হচ্ছে, পাহাড়ে বিবদমান রাজনৈতিক সংগঠনগুলোর এলোপাতাড়ি গোলাগুলিতে মোর্শেদা বেগম নামে ওই নারী নিহত হয়েছেন।
Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin